সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন ও সমাবেশ
এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান ও বিশিষ্ট সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় আশুগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্ত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে আশুগঞ্জ উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ছাড়াও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. হানিফ মুন্সী, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উপজেলা সভাপতি হাজী মো. মিজানুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম সাচ্চু, সাবেক সভাপতি মো. আক্তারুজ্জামান রঞ্জন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, সাংবাদিক পীযূষের উপর সন্ত্রাসী হামলার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারিনি। আমরা সাংবাদিক পীযূষের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউর নামক স্থানে একদল সশস্ত্র দুর্বৃত্ত সাংবাদিক পীযূষ কান্তি আচার্যসহ ৫ জনের উপর হামলা চালায়। এ ঘটনায় গুরুতর আহত হন সাংবাদিক পীযূষ।
আজিজুল আলম সঞ্চয়/ এমএএস/পিআর