যুবলীগের হামলায় ২ সাংবাদিক আহত
রাজশাহীতে পণ্যবাহী পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় যুবলীগ নেতার ছবি তুলতে গিয়ে হামলায় আহত হয়েছেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার সোহরাব হোসেন ও ক্যামেরাম্যান তারেক মাহমুদ রাসেল। রোববার দুপুরে মোহনপুর উপজেলার মৌগাছী বাজারের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় হামলাকারীরা যমুনা টেলিভিশনের গাড়িটিও ভাঙচুর করে। আহত সোহরাব ও রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান শিবলী নোমান জানান, রোববার দুপুরে মোহনপুরে অফিসের অ্যাসাইনমেন্ট নিয়ে তারা যাচ্ছিলেন। মৌগাছীর বিদিরপুর বাজারে যুবলীগ নেতা হাফিজের নেতৃত্বে কয়েকজন পণ্যবাহী পরিবহন থেকে চাঁদা আদায় করছিলেন। তারা ছবি তুলতে গেলে ওই যুবলীগ নেতার নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় মোহনপুর থানার কয়েকজন পুলিশ সদস্যও সেখানে উপস্থিত ছিলেন।
আহত সোহরাব হোসেন জানান, কোনো কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। তারা গাড়িটিও ভাঙচুর করে।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। কারা এ ঘটনায় জড়িত তা চিহ্নিত করা গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ জানান, যমুনা টেলিভিশন কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এ ঘটনায় মামলা হবে।
শাহরিয়ার অনতু/এসএস/পিআর