বঙ্গবন্ধু-ডিআরইউ অ্যাওয়ার্ড পেলেন আবু সালেহ রনি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ০১ নভেম্বর ২০২০

‘বঙ্গবন্ধু-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন সমকালের নিজস্ব প্রতিবেদক আবু সালেহ রনি। মুক্তিযুদ্ধ বিষয়ে শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে তিনি এ পুরস্কার পেয়েছেন। এ নিয়ে বিভিন্ন বিষয়ে আটবার ডিআরইউ পুরস্কার পেলেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পুরস্কারটি এবার তার নামেই নামকরণ করা হয়েছে। গত শুক্রবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

আবু সালেহ রনিকে পুরস্কার হিসেবে ক্রেস্টের পাশাপাশি একটি সনদ ও এক লাখ টাকার চেক হাতে তুলে দেয়া হয়। রিপোর্টারদের পেশাগত কাজের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এ পুরস্কার দেয় ডিআরইউ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত বছরের ১ ডিসেম্বর থেকে একাত্তরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নিয়ে সমকালে প্রকাশিত ১৬ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের জন্য আবু সালেহ রনি এই পুরস্কার পেয়েছেন। তিনি ছাড়াও আরও ১৪ জন প্রিন্ট, অনলাইন, টেলিভিশন ও বেতারের সাংবাদিককে বিভিন্ন বিষয়ে এই পুরস্কার দেয়া হয়।

আবু সালেহ রনি এ নিয়ে আটবার ‘ডিআরইউ অ্যাওয়ার্ড’ পেলেন। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ে ‘যুদ্ধাপরাধীদের বিচার চাই’ শিরোনামে সমকালে প্রকাশিত প্রতিবেদনের জন্য তিনি ‘বজলুর রহমান স্মৃতি পদক-২০১১’ এবং দুইবার দুর্নীতি দমন কমিশন (দুদক), আইন ও বিচারসহ বিভিন্ন মাধ্যমে পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

এমইউ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।