জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন জিয়াউল হক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৭ পিএম, ০১ নভেম্বর ২০২০

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন জিয়াউল হক। রোববার (১ নভেম্বর) সকালে দায়িত্ব গ্রহণ করেন তিনি। জিয়াউল হক এর আগে দীর্ঘদিন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকেই জাগো নিউজের সঙ্গে আছেন।

জাগো নিউজের সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের স্থলাভিষিক্ত হলেন জিয়াউল হক।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বিদায়ী ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায় জাগো নিউজ কর্তৃপক্ষ।

Zia-Vai-2.jpg

সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের সঙ্গে জিয়াউল হক

রোববার দায়িত্ব গ্রহণের পর জিয়াউল হক বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। সেই জায়গা থেকে একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম হিসেবে কাজ করে যাচ্ছে জাগো নিউজ। আশা করছি বরাবরের মতো সবার সহযোগিতায় জাগো নিউজের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, জিয়াউল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।