বিটিভির অস্থায়ী কর্মচারীদের সম্মানী ভাতা বাড়ানোর তাগিদ
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) কর্মরত ২৫৪ জন অস্থায়ী কর্মচারীর সম্মানী ভাতা বাড়ানোর তাগিদ দিয়েছে জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বর্তমান বাস্তবতার বিষয়টি বিবেচনায় রেখে যৌক্তিকভাবে এই ভাতা বাড়ানোর কথা বলা হয়েছে।
জাতীয় সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত কমিটির ১২তম বৈঠকে এই তাগিদ দেয়া হয়। কমিটির সভাপতি এ.কে.এম রহমতুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এবং সুকুমার রঞ্জন ঘোষ অংশ নেন।
তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ, প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) মহাপরিচালক এ,কে,এম শামীম চৌধুরী, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের (ডিএফপির) মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী খানসহ সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ প্রেস কাউন্সিল ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নিয়ে আলোচনা হয়।
কমিটি চলচ্চিত্রকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে মানসম্মত চলচ্চিত্র নির্মাণে সরকারী প্রণোদনা দানের পাশাপাশি মানসম্মত প্রেক্ষাগৃহ নির্মাণে সহযোগিতা করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।
এইচএস/এসকেডি/আরআইপি