সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী


প্রকাশিত: ১১:৩২ এএম, ২৮ অক্টোবর ২০১৫

জাতীয় প্রেসক্লাবের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যায় । সে সময় কাটা হবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। তারপর দেশের বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতি অনুষ্ঠান। এরই সঙ্গে চলবে নৈশভোজ। এবার প্রথমবারের মতো ক্লাবে মেজবানের আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলতি মাসের প্রথমার্ধে বিভিন্ন খেলাধুলা এবং নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এর আগে বুধবার সকালে সদস্য ও তাদের পরিবারের সদস্যদের ম্যারাথন দৌঁড় দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবকে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জায় । নৈশভোজ শেষে র‌্যাফেল ড্র দিয়ে শেষ হবে এ বছরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা।

এএস/এসকেডি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।