জাবিতে সাংবাদিককে পেটালো ছাত্রলীগ


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২৪ অক্টোবর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক সাংবাদিককে পিটিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক ছাত্রলীগ কর্মী। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলার শিকার ওই সাংবাদিক শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় ইতিহাস বিভাগের ৪২ তম ব্যাচের শিক্ষার্থী ও দৈনিক ভোরের ডাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রেজাউল করিম হীরার উপর অতর্কিত হামলা চালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী জার্মান আলী প্রিন্স (প্রত্মতত্ত্ব বিভাগ ৪২ তম ব্যাচ)। এ সময় প্রিন্স এর সঙ্গে অর্থনীতি বিভাগের ৪১ তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী আপন, ইংরেজি বিভাগের ৪০ তম ব্যাচের সালাহউদ্দিন, এবং ৪১ তম ব্যাচের তানভীর উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, সে (জার্মান আলী প্রিন্স) ছাত্রলীগের কর্মী নয়, আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ও সুষ্ঠু বিচার দাবি করছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যপক ড. তপন কুমার সাহা বলেন, অভিযুক্ত প্রিন্সকে আমরা ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছি। কারণ দর্শানোর পর পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

হাফিজুর রহমান/এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।