জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ১৬ জুন ২০২০

জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের জন্য সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সহায়তায় এ সার্ভিস দেয়ার উদ্যোগ নিয়েছে প্রেস ক্লাব কর্তৃপক্ষ। ঢাকা শহরের যে কোনো স্থান থেকে এই সার্ভিস দেওয়া হবে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে প্রেস ক্লাব প্রাঙ্গণে এ সার্ভিস চালু করা হয়। এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা।

প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক মাঈনুল আলম, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ এবং অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. বাদল মাতবর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জাতীয় প্রেস ক্লাব সদস্যদের অ্যাম্বুলেন্স সেবা পেতে ক্লাব কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দীনের (০১৫৫২৩৭০০৬৭) সঙ্গে যোগাযোগ করতে হবে।

এইচএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।