সাংবাদিকদের আর্থিক মূল্যায়ন, সুরক্ষা ও শৃঙ্খলা নেই


প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২১ অক্টোবর ২০১৫

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিকদের আর্থিক মূল্যায়ন, সুরক্ষা ও শৃঙ্খলা নেই। ইতোমধ্যেই এসব বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে। সাংবাদিকদের অবশ্যই এইচএসসি পাশ হতে হবে। সারাদেশে রেজিস্ট্রেশন করা হবে। সনদ দেয়া হবে।

এছাড়া ওয়েবসাইটে নাম-ছবিসহ তালিকা থাকবে। সাংবাদিকদের শপথ নিতে হবে। অন্যায় করলে সনদ বাতিল করা হবে। এর মাধ্যমে আশা করা যায় হলুদ সাংবাদিকতা কমে যাবে। বুধবার সকালে হবিগঞ্জ সার্কিট হাউজে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করে বলেন, হাসপাতালগুলোতে যেন অসুস্থ সাংবাদিকদের বিনামূল্যে চিকিৎসা দেয়া যায় তা নিশ্চিত করতে হবে। বেতন ভাতাদি সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেয়ার ব্যবস্থা করা হবে। কল্যাণ ফান্ডের ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, যে পত্রিকাগুলো চলে না তা বন্ধ করে দেয়া হবে। ইতোমধ্যে বিভিন্ন জায়গায় পত্রিকা বন্ধ করা হয়েছে।

জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে এতে উপস্থিত সাংবাদিকবৃন্দ বক্তৃতা করেন। সভায় জেলা প্রশাসক সাবিনা আলম বলেন, ওয়েবসাইটে তালিকা হলে মানুষের হয়রানি কমবে। হলুদ সাংবাদিকতা বন্ধ হবে।

তিনি বলেন, সাংবাদিকরা যেন নিজেদের অসীম ক্ষমতার অধিকারী মনে না করেন। সবাইকেই আইন এবং নিয়মের মধ্যে থাকতে হবে। পাশাপাশি সাংবাদিকদের দুঃখ-কষ্টও দেখতে হবে। সুবিধা অসুবিধা দেখতে হবে।

সৈয়দ এখলাছুর রহমান/এমজেড/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।