সাময়িক বন্ধ এনটিভি ও আরটিভির সম্প্রচার


প্রকাশিত: ১০:১৭ এএম, ৩১ অক্টোবর ২০১৪

রাজধানীর কারওয়ানবাজারে বিএসইসি (বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল) ভবনে আগুন লাগার কারণে এনটিভি ও আরটিভির সম্প্রচার সাময়িক বন্ধ রয়েছে। শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে ভবনটির ১১ তলায় পুরনো কাগজপত্রের স্টোররুমে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর দুপুর পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ভবনটির ১১ তলায় রয়েছে আমার দেশ পত্রিকার কার্যালয়। ৬ ও ৭ তলায় আরটিভি ও এনটিভির কার্যালয়। আগুন লাগার কারণে চ্যানেল দুটির প্রকৌশল বিভাগের কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মীরা সেখান থেকে বেরিয়ে আসায় সম্প্রচার বন্ধ হয়ে যায়।

 


অগ্নিকাণ্ডের পর দুপুর পৌনে একটা পর্যন্ত এনটিভির সম্প্রচার সচল ছিল। এরপর সম্প্রচার বন্ধ হয়ে যায়। অন্যদিকে দুপুর সাড়ে ১২টার দিকে আরটিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়।

 

শুক্রবার ছুটির দিন হওয়ায় ভবনটিতে গণমাধ্যম কর্মীরা ছাড়া তেমন কেউ ছিলেন না। আগুন লাগার পরপরই গণমাধ্যমকর্মীরা নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন বলে জানা গেছে।

 

উল্লেখ্য, এর আগে ২০০৭ সালের ২৬ ফেব্রুয়ারি এ ভবনটিতে আগুন লেগে পুড়ে যায় এনটিভি, আমার দেশ ও আরটিভিসহ ১০টি প্রতিষ্ঠানের কার্যালয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।