এবার দিনকাল ছাপানো বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১১ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের প্রভাবে এবার ছাপা বন্ধ করেছে দৈনিক দিনকাল। গতকাল শুক্রবার থেকে এই পত্রিকাটি আর ছাপানো হচ্ছে না।

কিন্তু পত্রিকাটি বন্ধের আগে কারও সঙ্গে আলোচনা করা হয়নি বলে জানান সেখানে কর্মরত কয়েকজন সাংবাদিক। সেখানে কর্মরতদের চার মাসের বেতন বকেয়া রয়েছে।

এনিয়ে পরপর ছয়টি পত্রিকার প্রিন্ট ভার্সন বন্ধ হলো। এর আগে ট্যাবলয়েড পত্রিকা মানবজমিন, দৈনিক আলোকিত বাংলাদেশ, ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্ট, দৈনিক জনতা ও বাংলাদেশের খবর পত্রিকা ছাপানো বন্ধ হয়। তবে মানবজমিনসহ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সন চালু রয়েছে।

দিনকালে কর্মরত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজ (শনিবার) জাগো নিউজকে বলেন, করোনাভাইরাসের কারণে এতদিন আমরা বাসা থেকেই কাজ করেছি। আজ হঠাৎ করে শুনি কাগজ ছাপানো বন্ধ রয়েছে। এ জন্য অফিসে যাচ্ছি। আমরা কাগজ বন্ধের পক্ষে না। এছাড়া বন্ধ করার আগে আমাদের সঙ্গে আলাপ করেনি কর্তৃপক্ষ।

এইচএস/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।