এশিয়ান টিভির চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০৮ অক্টোবর ২০১৫

চেক প্রতারণার মামলায় এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন অর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরু মিয়া এ পরোয়ানার নির্দেশ দেন। বাদীর আইনজীবী এআর খান পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৭৫ লাখ টাকার ১৫টি চেক ডিজঅনার হওয়ায় গত ২১ মে জনৈক ব্যবসায়ী রাশেদ আহমেদ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন অর রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছিলেন।

মামলায় বিচারক প্রথমে আসামিদের প্রতি সমন জারি করেছিলেন। সমন পেয়ে ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

কিন্তু চেয়ারম্যান হারুন অর রশিদ আদালতে হাজির না হওয়ায় বাদীপক্ষের আবেদনে পরোয়ানা জারি করেন বিচারক।

জেডএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।