সিনিয়র সাংবাদিক হাসান আরেফিন আর নেই

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৫৮ এএম, ০৮ জুলাই ২০১৯

দৈনিক যুগান্তরের সাবেক বিশেষ প্রতিনিধি, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) প্রাক্তন সভাপতি হাসান আরেফিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

আজ সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল আলম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে বাসায় বুকে ব্যথা হলে তাকে দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তার প্রথম জানাজা আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দুমকি থানার নিজ গ্রাম জলিসায় মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন সিনিয়র এই সাংবাদিক।

এমইউ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।