ক্র্যাবের সাবেক সভাপতি লাবলু লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৭ জুলাই ২০১৯

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি আকতারুজ্জামান লাবলুকে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে আছেন।

রোববার দুপুরে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।

লাভলুর পরিবারের এক সদস্য জাগো নিউজকে বলেন, ‘শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাকে কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। দুপুর পৌনে ৩টায় তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।’

এর আগে এই রোগে তিনি ভারতে গিয়ে চিকিৎসা করান। ঢাকায় ফিরে কয়েক মাস পর বিএসএমএমইউতে ভর্তি হন। প্রায় দুই মাস বিএসএমএমইউয়ের কেবিনে থাকার পর তাকে আইসিইউতে নেয়া হয়।

ভোরের কাগজের সাংবাদিক আক্তারুজ্জামান লাবলু দুই মেয়াদে (২০১২ ও ২০১৬) ক্র্যাবের সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্বপালন করেন।

এআর/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।