পরীক্ষামূলক সম্প্রচারে জাগো এফএম


প্রকাশিত: ১০:০৪ এএম, ২০ অক্টোবর ২০১৪

পরীক্ষামূলক সম্প্রচারে আসলো জাগো এফএম। শ্রোতারা এখন থেকে ৯৪.৪ টিউন করে নতুন এ স্টেশনের অনুষ্ঠান শুনতে পারবেন। প্রাথমিকভাবে ঢাকা এবং আশপাশের এলাকায় সম্প্রচার হবে নতুন এই রেডিও চ্যানেলটি। পরবর্তীতে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে জাগো এফএম`র সম্প্রচার।

`এবার জাগো` স্লোগান নিয়ে যাত্রা শুরু হওয়া স্টেশনটিতে প্রাধান্য পেয়েছে নতুন মুখ। একঝাঁক নতুন রেডিও জকি আর সংবাদকর্মী এখন কাজ করছেন এখানে। শীঘ্রই জাগো এফএম আনুষ্ঠানিক সম্প্রচারে আসবে বলে জানিয়েছেন জাগো এফএম’র অনুষ্ঠান প্রধান লাভগুরু খ্যাত রাজীব সরকার।

তিনি জানান, জাগো এফএম হবে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কণ্ঠস্বর। এ জন্য আমরা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সর্বোপরি সবার সহযোগিতা নিয়েই এগিয়ে যেতে চাই।

অনলাইনে জাগো এফএম শুনতে ভিজিট করুন www.jago.fm

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।