চলে গেলেন সাংবাদিক আল-আমিন


প্রকাশিত: ০৩:২২ এএম, ২০ অক্টোবর ২০১৪

হৃদরোগে আক্রান্ত হয়ে অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্টের বার্তা সম্পাদক মো. আল-আমিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার ভোর ৫টার দিকে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হৃদরোগ বিশেষজ্ঞ কর্নেল (অব.) রেজাউল করিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন আল-আমিন।

আজ সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে গাইবান্ধার গ্রামের বাড়িতে। সেখানে তাকে সমাহিত করা হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, বুকে ব্যাথার কারণে বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ওই দিন বিকেলেই এনজিওগ্রাম করে রিং পরানো হয়।

হাসপাতালে আনার পর থেকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। ফুসফুসে পানি জমার কারণে রোববার দুপুর থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আজ ভোরে তিনি মারা যান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।