ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ২৯ মে ২০১৯

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রের সাংবাদিক-কর্মচারীদের বোনাসসহ বেতন-ভাতাদি পরিশোধের অনুরোধ করেছে সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন মনিটরিং টিম।

বুধবার তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, তথ্যমন্ত্রী হাছান মাহমুদের নির্দেশনা অনুসারে বুধবার অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন মনিটরিং টিম একটি সভা করে। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে মজুরি বোর্ড বাস্তবায়নকারী সব সংবাদপত্র ও সংবাদ সংস্থাসমূহে নিয়োজিত সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীদের ঈদ বোনাসসহ বকেয়া বেতন-ভাতাদি ঈদুল ফিতরের আগে পরিশোধের জন্য অনুরোধপত্র জারি করা হয়।

শাওয়াল মাসের চাঁদ দেখা-সাপেক্ষে আগামী ৫ বা ৬ জুন দেশে মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

আরএমএম/এমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।