উখিয়ায় ন্যাশনাল জিওগ্রাফির সহায়তায় ফটো ক্যাম্প

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ০৪ মে ২০১৯

কক্সবাজারের উখিয়ায় ন্যাশনাল জিওগ্রাফির কারিগরী সহায়তায় ছয়দিনের ফটো ক্যাম্প শনিবার শেষ হয়েছে।

ইন্টারনিউজ এবং বাংলাদেশ এনজিও নেটওয়ার্কস ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) যৌথভাবে এ ফটো ক্যাম্পের আয়োজন করে।

ন্যাশনাল জিওগ্রাফির চার প্রশিক্ষক স্থানীয় এবং রোহিঙ্গা কমিউনিটির মোট ১৬ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেন। ক্যাম্পের মূল বিষয়বস্তু ছিলো ‘শন্তিপূর্ণ সহাবস্থান এবং সামাজিক বৈচিত্র’।

NetGo5

আন্তর্জাতিক এনজিও ইন্টারনিউজ এবং ইউএসএইডের সহযোগিতায় বিএনএনআরসির তত্ত্বাবধানে ক্যাম্পে শিক্ষার্থীদেরকে হাতে কলমে বিভিন্ন পরিস্থিতে ছবি তোলার প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন ইন্টারনিউজের কান্ট্রি ডিরেক্টর সাঈদ জায়ান-আল-মাহমুদ এবং ন্যাশনাল জিওগ্রাফির প্রশিক্ষক দলের প্রধান ম্যাট ময়ার।

সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের তোলা ৪২ হাজার ছবি থেকে প্রায় একশ ছবি প্রদর্শন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।