জাতীয় গণমাধ্যম সপ্তাহ স্বীকৃতির দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০৩ মে ২০১৯

আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ মে মাসে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

শুক্রবার (৩ মে) সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সদস্যরাও অংশ নেন।

বিএমএসএফের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর দাবি করেন, ‘৩ মে গণমাধ্যম দিবসকে মাঝখানে রেখে ১ থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ হিসেবে অবিলম্বে স্বীকৃতি দিতে হবে।’

press-2.jpg

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপনের দাবি জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যম দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হলেও ব্যতিক্রম শুধু বাংলাদেশে।’

এ বছর তৃতীয়বারের মতো এ দেশে দিবসটি বেসরকারিভাবে উদযাপন হচ্ছে বলেও সমাবেশে জানানো হয়।

পিডি/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।