বিবিসির বিরুদ্ধে উস্কানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২১ পিএম, ০৩ মে ২০১৯

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে উস্কানির অভিযোগ এনেছে ‘সম্প্রীতি বাংলাদেশ’নামের একটি সংগঠন।

শুক্রবার (৩ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিবিসির বিরুদ্ধে এ অভিযোগ আনে সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক ও অভিনয়শিল্পী পীযূষ বন্দ্যোপাধ্যায়। বিবিসিকে এ ধরনের বক্তব্যকে প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি।

সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্যে পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অতি সম্প্রতি আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি, একটি বিদেশি গণমাধ্যমের টক শোতে (বিবিসি ইমপ্যাক্ট) পৃথিবীর বিভিন্ন অঞ্চল ও দেশের, বিশেষ করে দক্ষিণ এশিয়ার ধর্মীয় নির্যাতন প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনুষ্ঠানটির সঞ্চালক বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায় নিপীড়নের শিকার ও আতঙ্কগ্রস্ত বলে উল্লেখ করেছেন।’

আন্তর্জাতিক গণমাধ্যমের এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশসহ এ ভূখণ্ডের জন্য ভবিষ্যতের এক অশনি সংকেত বলেও উল্লেখ করেন তিনি।

পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজ দেশের মানুষ অনেক বেশি সচেতন। সব ধরনের ধর্মীয় ঘৃণা ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে মোকাবেলায় তারা ঐক্যবদ্ধ। আমরা এ সংবাদ সম্মেলন থেকে বিবিসির মতো দায়িত্বপূর্ণ গণামাধ্যমকে উস্কানিমূলক বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।’

তবে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে স্বীকার করেন তিনি বলেন, ‘সম্প্রীতি বাংলাদেশ বিশ্বাস করে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ও কিছু লক্ষ্যচ্যুত মানুষ বা সংগঠনের কারণে সারাদেশ একটি ধর্মান্ধের পরিচয় বহন করে না।’

পিডি/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।