নতুন রূপে এলো ডিডাব্লিউ নিউজ


প্রকাশিত: ০৯:০৮ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

২৪ ঘণ্টা বস্তুনিষ্ঠ সংবাদ ও তথ্য নির্ভর প্রতিবেদনের প্রতিশ্রুতি নিয়ে নতুন রূপে যাত্রা শুরু করেছে ডয়চে ভেলের টিভি চ্যানেল ডিডাব্লিউ নিউজ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে উদ্বোধন করা হয় চ্যানেলটি।
 
এসময় উপস্থিত ডিডাব্লিউ’র এশিয়া ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান ডরোটে উলরিশস বলেন, নতুন এই টেলিভিশন চ্যানেলটি ইংরেজিতে সংবাদ সম্প্রচার করছে। এর ভিত্তি হবে ডিডাব্লিউ নিউজ, যার উপজীব্য ইউরোপ তথা বিশ্বের যাবতীয় ‘টপ স্টোরি’। চ্যানেলটিও দক্ষিণ এশিয়ায় আমাদের দর্শকদের জন্য একটি নতুন দিগন্ত খুলে দেবে।
 
তিনি আরো বলেন, শুধু শিরোনাম কিংবা ট্যাগলাইন নির্ভর নয়, চ্যানেলটির ফোকাস হবে ঘটনার গভীরে গিয়ে সংবাদ পরিবেশন করা। স্বাধীনচেতা সববয়সী দর্শককে টার্গেট করে আমরা সংবাদ সম্প্রচার করা হবে।
 
টিভি চ্যানেলটিতে সংবাদ ছাড়াও ডকুমেন্টারি, টক শো, সংস্কৃতি ও লাইফস্টাইল সংক্রান্ত নানান অনুষ্ঠান থাকবে। বিশেষ আকর্ষণ হিসেবে দর্শকদের জন্য থাকবে ইউরোম্যাক্স, আর্টস টোয়েন্টিওয়ান, টুমরো টুডে এবং ডিসকভার জার্মানি অনুষ্ঠানটি।
 
অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আবদুল মান্নান বলেন, এটা সত্যি যে দেশের মোবাইল ফোনে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। তবে সমাজে অনেকক্ষেত্রেই টেলিভিশন চ্যানেলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টেলিভিশন চ্যানেলগুলো এখনো নিজের স্থান ধরে রেখেছে। মোবাইল ফোন কখনোই টেলিভিশনের জায়গা নিতে পারবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন; বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত টমাস প্রিনয। ডিডাব্লিউ নিউজ চ্যানেলটি বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ কেবল নেটওয়ার্কে দেখা যাবে।

এছাড়াও দেখা যাবে ইউনাইটেড কমিউনিকেশন্স সার্ভিস এবং বেক্সিমকো কমিউনিকেশন্স পরিচালিত বাংলাদেশের প্রথম ডিটিএইচ প্লাটফর্ম উল্লেখযোগ্য। এই এইডিটিএইচ প্লাটফর্মটি ২০১৬ সালের জানুয়ারিতে বাংলাদেশে যাত্রা শুরু করবে।
 
এর আগে, ২০১৩ সালের এপ্রিল মাস থেকে ডিডাব্লিউ’র প্রথম বাংলা টেলিভিশন অনুষ্ঠান ‘অন্বেষণ’ একুশে টিভিতে প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানটি বর্তমানে বেশ জনপ্রিয়।
 
এআর/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।