রাতে ঢাকায় পৌঁছবে মাহফুজউল্লাহর মরদেহ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১২ পিএম, ২৭ এপ্রিল ২০১৯

সাংবাদিক মাহফুজউল্লাহর মরদেহ আজ রাতে থাইল্যান্ড থেকে ঢাকায় পৌঁছবে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাংবাদিক মাহফুজউল্লাহর মরদেহ আজ রাত ১২টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছবে। আগামীকাল (রোববার) বাদ জোহর গ্রিন রোডের ডরমিটরি মসজিদে প্রথম নামাজে জানাজা। দ্বিতীয় নামাজে জানাজা বাদ আসর জাতীয় প্রেস ক্লাবে।

শায়রুল কবির বলেন, মরহুমের ইচ্ছা অনুযায়ী তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। সব কিছুই তদারকি করছেন মরহুমের বড় ভাই ড. মাহবুবউল্লাহ। তিনি বিএনপির মহাসচিবসহ সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করছেন।

সাংবাদিক মাহফুজউল্লাহ শনিবার (২৭ এপ্রিল) ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় ১১টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় ১০টা ৫ মিনিট) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার সকালে মৃত্যুর খবর নিশ্চিত করেন তার মেয়ে নুসরাত হুমায়রা। মাহফুজউল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগের সময় স্ত্রী দিনারজাদী বেগম, ছোট মেয়ে ডা. নুসরাত হুমায়রা, জামাতা মিনহাজুল হক হাসপাতালে ছিলেন।

মাহফুজউল্লাহর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক মরহুমের ঢাকার বাসায় ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা।

কেএইচ/জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।