সাংবাদিক শফিক জামান লেবু আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৫ এএম, ১৩ এপ্রিল ২০১৯

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট কবি শফিক জামান লেবু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৪ বছর।

শুক্রবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

পারিবারিক সূত্র জানায়, শহরের দেওয়ানপাড়ায় তার নিজ বাসায় বিকেলে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  তিনি এক ভাই, দুই বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নব্বইয়ের দশকে সাংবাদিকতা শুরু করা শফিক জামান লেবু ভোরের কাগজ, আজকের কাগজ, আমার দেশ, যায়যায়দিন, বাংলাদেশ প্রতিদিন, একুশে টেলিভিশন, এনটিভি, বাংলা নিউজে কাজ করেছেন।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।