সাবেক সভাপতির মৃত্যুতে ডিআরইউতে শোক বই

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১২ পিএম, ২৩ মার্চ ২০১৯

সাবেক সভাপতি এম আনোয়ারুল হকের মৃত্যুতে দুই দিনের শোক কর্মসূচি পালন করছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

এর অংশ হিসেবে আজ (শনিবার) সকালে ডিআরইউ কার্যালয়ে সংগঠনের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সদস্যরা কালোব্যাজ ধারণ করেছেন, খোলা হয়েছে শোক বই। ডিআরইউ বাগানে রাখা এই শোকবইতে সংগঠনের সদস্যসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা স্বাক্ষর করছেন। শোক বই আগামীকাল (রোববার) সন্ধ্যা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।

গতকাল (শুক্রবার) ভোর সাড়ে ৫টায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় ইন্তেকাল করেন সাংবাদিক এম আনোয়ারুল হক (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

sokbook

কিছুদিন ধরে মস্তিষ্কে রক্তক্ষরণসহ নানা সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পেশাগত জীবনে বিভিন্ন ইংরেজি দৈনিকে কাজ করার পাশাপাশি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টারের দায়িত্বও পালন করেন ডিআরইউর সাবেক এই সভাপতি।

শুক্রবার বাদ জুমা রাজধানীর সোবহানবাগ মসজিদে মরহুমের প্রথম জানাজা শেষে বিকেল ৩টায় তার মরদেহ ডিআরইউতে নেয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজার পর রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এমইউ/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।