শাহ আলমগীরের স্মরণসভা আজ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৪২ এএম, ০৪ মার্চ ২০১৯

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি শাহ আলমগীরের মৃত্যুতে সোমবার (৪ মার্চ) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে স্মরণ সভার আয়োজন করেছে। জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় বিকেল ৪টায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

রোববার (৩ মার্চ) ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীর গত বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি লিউকোমিয়া ও ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর।

মৃত্যুকালে তিনি বৃদ্ধ বাবা, স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, পাঁচ ভাই, চার বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। জাতীয় প্রেস ক্লাব অঙ্গনসহ বিভিন্ন স্থানে জানাজা শেষে উত্তরা ১২ নম্বর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এমইউ/এমএমজেড

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।