আবারও আলজাজিরার সাংবাদিকের কারাদণ্ড


প্রকাশিত: ০৬:০২ এএম, ১৫ অক্টোবর ২০১৪

মিশরে আবারও একজন সাংবাদিককে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি অপরাধ আদালত। এই সাংবাদিকের নাম আহমেদ মানসুর। তিনি আলজাজিরার আরবি বিভাগের একজন সংবাদ উপস্থাপক।

২০১১ সালের ২৫ জানুয়ারি প্রাক্তন শাসক হোসনি মোবারকের বিরুদ্ধে গণ-আন্দোলনের সময় তাহরির স্কয়ারে একজন আইনজীবীকে নির্যাতনের অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। এর আগে আলজাজিরার পক্ষ থেকে সাংবাদিকদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাখ্যান করা হয়। একই অভিযোগে গত জুনে আরো তিনজনের কারাদণ্ড হয়।

রায়ের পর আলজাজিরার একজন মুখপাত্র বলেছেন, ‘মিথ্যা অভিযোগে আনা অপরাধ মামলায় এ ধরনের রায় সাংবাদিকদের কণ্ঠরোধ, তাদের সুনাম নষ্ট এবং তাদের কাজে ব্যঘাত সৃষ্টি করবে।’

তিনি আরো বলেন, ‘এককভাবে আহমেদ মানসুরের বিরুদ্ধে মিশরীয় কর্তৃপক্ষ ১৫০টি মিথ্যা অভিযোগ এনেছে। তার মধ্যে একটি অভিযোগের বিচারের রায়ে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। এ থেকে বোঝা যায়, আলজাজিরা কীভাবে তাদের সাংবাদিকদের জন্য মূল্য দিচ্ছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।