তথ্য মন্ত্রণালয়কে সেরা হিসেবে রূপ দিতে চান মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫২ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৯

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমরা তথ্য মন্ত্রণালয়কে সরকারের অন্যতম সেরা মন্ত্রণালয় হিসেবে রূপান্তর করতে চাই। এ জন্য সবার আন্তরিকতা প্রয়োজন।’

সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যসচিব আবদুল মালেকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও অধীন দফতরগুলোর প্রধানরা অংশ নেন।

তথ্য মন্ত্রণালয়কে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে বর্ণনা করে মন্ত্রী বলেন, ‘এ মন্ত্রণালয়ের কার্যক্রম জনগণকে সরকারের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা এবং যে উন্নয়ন হয়েছে তার তথ্য মানুষের কাছে পৌঁছে দেয়া এবং একই সঙ্গে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেগুলোকে প্রদর্শন করা। এ সকল কাজ তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমেই হয়ে থাকে।’

তিনি আরও বলেন, ‘গণমাধ্যম ক্ষেত্রে আমাদের অনেকগুলো আইন ও নীতিমালা তৈরি করতে হবে যেগুলোর কার্যক্রম শুরু হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকল কাজ আমরা শেষ করতে চাই।’

এমইউএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।