প্রবীণ সাংবাদিক বশির আহমদ আর নেই

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৩২ এএম, ২৫ জানুয়ারি ২০১৯

প্রবীণ সাংবাদিক বশির আহমদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে মিরপুর সাংবাদিক আবাসিক এলাকার বাসভবনে অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে মিরপুর-১১ নম্বর সেকশনের (পল্লবী সিনেমা হলের বিপরীতে) ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মৃত্যুকা‌লে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদজুমা সাংবাদিক আবাসিক এলাকা জামে মসজিদে জানাজা শেষে তাকে কালশী কবরস্থানে দাফন করা হবে।

বশির আহমদের মৃত্যুতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়শনের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক দীপু সারোয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছন ও তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়শনের সিনিয়র সদস্য ছিলেন এই প্রবীণ সাংবাদিক।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।