পাঁচ পথিকৃতের নামে জাতীয় প্রেস ক্লাবে হল ও পাঠাগারের নামকরণ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ০৮ জানুয়ারি ২০১৯

পাঁচ পথিকৃৎ সাংবাদিকের নামে জাতীয় প্রেস ক্লাবের চারটি হল ও পাঠাগারের নামকরণ করা হয়েছে। বরেণ্য এই পাঁচ সাংবাদিক হলেন- মরহুম মওলানা মোহাম্মদ আকরম খাঁ, জহুর হোসেন চৌধুরী, আবদুস সালাম, তফাজ্জল হোসেন মানিক মিয়া ও কবি শামসুর রাহমান।

জাতীয় প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপি, নবনির্বাচিত সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন মঙ্গলবার এই চারটি হল এবং পাঠাগারের নামফলক উন্মোচন করেন।

এ সময় প্রেস ক্লাবের বিদায়ী ও নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে বিদায়ী ও নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির যৌথসভা হয়। এতে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে। যৌথসভার পর জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্লাবের বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপিকে সংবর্ধনা দেয়া হয়।

এমইউ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।