শওকত মাহমুদ কারাগারে


প্রকাশিত: ১১:১২ এএম, ২২ আগস্ট ২০১৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।তিন দিনের রিমান্ড শেষে শনিবার আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কোরনী খান চৌধুরী  তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রমনা থানার নাশকতা মামলায় বুধবার তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৯ জানুয়ারি রমনা থানার মগবাজার এলাকার সেলিব্রেশন কমিউনিটি সেন্টারের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ওই থানার এসআই আতিকুর রহমান মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে সকাল সোয়া ১১টার দিকে তাকে  গ্রেফতার করা হয়।

# শওকত মাহমুদের মুক্তির দাবি


এএইচ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।