মুক্ত হলেন প্রবীর সিকদার


প্রকাশিত: ১০:০৯ এএম, ১৯ আগস্ট ২০১৫

জামিনের কাগজ জেলে গেটে আসার পর বুধবার দুপুর পৌনে ২টার দিকে সাংবাদিক প্রবীর সিকদারকে মুক্ত করেছে কারা কর্তৃপক্ষ।

এর আগে বেলা সাড়ে এগারটার দিকে তাকে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ নং আমলি আদালতে হাজির করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এদিকে জেল থেকে মুক্তির পর তাকে আন্দোলন-সংগ্রামকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এদিকে সাংবাদিক প্রবীর সিকদার জেল থেকে বের হয়ে ফরিদপুর প্রেসক্লাবে গিয়ে স্থানীয় সকল সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি তার গ্রামের বাড়ি কানাইপুর হয়ে ঢাকায় চলে যাবেন বলেও তিনি জানান।

প্রবীর সিকদার এর আইনজীবী আলী আশরাফ নান্নু জানান, যেহেতু প্রবীর সিকদার মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান এবং সাংবাদিকতার কারণে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই দাবি করে বিজ্ঞ আদালতের কাছে জামিন প্রার্থনা করা হয়। আদালত সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তার জামিন আবেদন মঞ্জুর করেন।  

এর আগে রোববার তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় সাংবাদিক প্রবীর সিকদারকে আটক করে ফরিদপুরে আনা হয়। পরে মঙ্গলবার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্চুর করে জেলা হাজতে প্রেরণ করে।

এমএএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।