সাংবাদিক প্রবীরের মুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন


প্রকাশিত: ০৯:১৮ এএম, ১৮ আগস্ট ২০১৫

সাংবাদিক প্রবীর সিকদারকে অবিলম্বে মুক্তি ও তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ব্যানারে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা, সিনিয়র সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলাতে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। তা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়।

এসময় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আরইউজের সভাপতি (বর্তমান) হাসান মিল্লাত, নবনির্বাচিত সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, যমুনা টিভির রাজশাহী ব্যুরো শিবলী নোমানসহ স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল গণমাধ্যমের সঙ্গে নিযুক্ত সাংবাদিকরা।

শাহরিয়ার অনতু/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।