গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার শওকত মাহমুদ


প্রকাশিত: ০৭:০৪ এএম, ১৮ আগস্ট ২০১৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি, মিডিয়া) মুন্তাসিরুল ইসলাম বলেছেন, গাড়ি পোড়ানোর মামলাসহ মোট তিনটি মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়েছে।
 
মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের খবর নিশ্চিত হতে যোগাযোগ করা হলে তিনি বলেন, চলতি বছরের গত ২৪ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গাড়ি পোড়ানোর অভিযোগসহ দায়েরকৃত তিন মামলার সম্প্রতি চার্জশিট হয়েছে। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী খালেদা জিয়া হুকুমের আসামি। মামলার অন্য আসামি ছিলেন শওকত মাহমুদ। বিচারের আওতায় আনতে তাকে গ্রেফতার করা হয়েছে।
 
তিনি বলেন, ওই তিন মামলায় তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। তবে বিএনপি’র একটি সূত্র জানায়, আদর্শ ঢাকা আন্দালনের আয়োজনে কনভেনশন সেন্টারটিতে ঢাকা সিটি করপোরেশন (দক্ষিণ ও উত্তর) নির্বাচনে অনিয়ম, কারচুপি ও তথ্য-উপাথ্য আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে অংশ নিতে এখানে এসেছিলেন শওকত মাহমুদ।
 
শুরুতে ওই এলাকায় অবস্থারত পুলিশ আটকের বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

# সাংবাদিক নেতা শওকত মাহমুদ আটক

জেইউ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।