সাংবাদিক প্রবীর সিকদারকে ফরিদপুরে নেয়া হচ্ছে


প্রকাশিত: ০৮:০৮ পিএম, ১৬ আগস্ট ২০১৫

অনলাইন নিউজ পোর্টাল উত্তরাধিকার নিউজ ৭১’ এর সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক প্রবীর সিকদারকে ফরিদপুরে পাঠিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ফরিদপুরে দায়ের করা আইসিটি অ্যাক্টের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রোববার রাত ১২টা ৫০ মিনিটে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। তিনি লেখেছেন, ‘দুঃখিত!! প্রবীর সিকদারের নামে ফরিদপুরে মামলা হয়েছে। তাকে সেখানে নেয়া হচ্ছে।’

এর আগে, রোববার সন্ধ্যায় তাকে ইন্দিরা রোডের অফিস থেকে একটি গাড়িতে (ঢাকা মেট্রো-গ ১১৩৬৩৮) মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেয় পুলিশ। সেখানে ডিবি পশ্চিম জোনের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

তবে রোববার রাত সাড়ে ১০টায় এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্সের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘প্রবীর সিকদার কয়েকদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ডিবি তাকে তুলে নেয়নি, তার নিরাপত্তার স্বার্থেই ডিবি তাকে কার্যালয়ে ডেকে পাঠিয়েছে। তিনি এসেছেন। তার পরিবারের কেউ এলে তিনি তাদের সঙ্গে চলে যাবেন।’

পরে রাতে জানা গেল তাকে গ্রেফতার করে ফরিদপুরের পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। জানা গেছে, রাত ১১টার পর কোনো এক সময় তাকে নিয়ে ফরিদপুরের উদ্দেশে রওনা হয়েছে পুলিশ।

২০০১ সালের ২৪ মার্চ দৈনিক জনকণ্ঠে মুসা বিন শমসেরকে নিয়ে প্রবীর সিকদার একটি বিশেষ প্রতিবেদন লিখেছিলেন। সেটি জনকণ্ঠের প্রথম পাতায় ছাপানো হয়েছিল। এবছরের ১৭ জুলাই নিজের অনলাইন পোর্টাল উত্তরাধিকার ৭১ নিউজে প্রতিবেদনটি আবার প্রকাশ করেন প্রবীর সিকদার। এজন্যেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

## সাংবাদিক প্রবীর সিকদার আটক

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।