তিন দিনের আল্টিমেটাম জনকণ্ঠের সাংবাদিকদের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৩৮ পিএম, ০১ অক্টোবর ২০১৮

বকেয়া বেতন-ভাতার দাবিতে দৈনিক জনকণ্ঠের আন্দোলনরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের দাবি পূরণে কর্তৃপক্ষকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন।

বেঁধে দেয়া সময়ের (বৃহস্পতিবার) মধ্যে প্রাপ্য বকেয়া অর্থ পরিশোধ না করলে শুক্রবার থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ফের কর্মবিরতিতে যাবেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) জনকণ্ঠের ইউনিট চিফ রাজন ভট্টাচার্য় সোমবার রাতে এ তথ্য জানান।

উল্লেখ্য, বকেয়া বেতনের দাবিতে আজ বিকেল ৪টা থেকে থেকে কর্মবিরতি পালন করছিলেন দৈনিক জনকণ্ঠের আন্দোলনরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এর আগে আন্দোলনকারীরা সংক্ষিপ্ত সমাবেশে বলেন, মাসের পর মাস বেতন-ভাতা না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। তাই বকেয়া বেতন-ভাতা আদায়ের দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।