সরকারবিরোধী গুজব অপপ্রচারে ফেসবুকে তিনশতাধিক গ্রুপ সক্রিয়!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিন শতাধিক গ্রুপ খুলে সরকারবিরোধী অপপ্রচার গুজব ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচার ও গুজব বন্ধে গণমাধ্যম কর্মীরা সক্রিয় ভূমিকা রাখতে পারেন। সঠিক ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশ ও প্রচার করার মাধ্যমে জনগণের কাছে গুজব সৃষ্টিকারীদের মুখোশ উন্মোচনে সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারেন।

আজ (বুধবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনাজনিত আহত এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা ভাতা/অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্যেকালে তিনি এসব কথা বলেন।

তারানা হালিম বলেন, গণমাধ্যম কর্মীরা নিরপেক্ষতার নামে ধূসর পথে চললে উন্নয়ন কার্য়ক্রম বাধাগ্রস্ত হবে। তাই স্বাধীনতার পক্ষের সাংবাদিকদের সঠিক তথ্য প্রচারে আরও বেশি সক্রিয় হতে হবে।

তিনি বলেন, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় সরকারের কার্য়ক্রমের পাশাপাশি আওয়ামী লীগের দলীয় কার্যক্রম প্রচারের সুযোগ প্রদান করা উচিত।

এমইউ/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।