অসহায় সাংবাদিকদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩০ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮

সারাদেশের বিভিন্ন পত্র-পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন পোর্টালে কর্মরত কিছু সাংবাদিক ও তাদের পরিবারকে অার্থিক যাহায্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব প্রতিষ্ঠানে কর্মরত অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনাজনিত আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের অনুকূলে আর্থিক সহায়তা ভাতা/অনুদানের চেক বিতরণ করা হবে।

অাজ বুধবার সকাল ১০টায় তেজগাঁওয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের অায়োজন করা হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি অাবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ সাংবাদিক নেতারা উপস্থিত থাকবেন। এ ছাড়া পিঅাইবির মহাপরিচালক শাহ অালমগীর হোসেন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছর প্রধানমন্ত্রী ৮২ জন সাংবাদিক ও তাদের পরিবারকে অার্থিক সহায়তা ভাতা/অনুদানের চেক বিতরণ করেন।

এফএইচএস/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।