ফটো সাংবাদিক শহিদুল অালমকে বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৭ এএম, ০৬ আগস্ট ২০১৮

দৃক ফটোগ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমকে নিজ বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ উঠেছে। রোববার (৫ আগস্ট) সাড়ে ১০টায় তাকে ধানমন্ডি ৯/এ এর বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে গাড়িতে তুলে নিয়ে যায় কয়েকজন। তবে তিনি পুলিশের হেফাজতে নেই বলে জানিয়েছে ধানমন্ডি থানা পুলিশ। দৃক গ্যালারির এই প্রতিষ্ঠাতা পেশায় ফটো সাংবাদিক।

পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-ধানমন্ডি) আবদুল্লাহ হেল কাফি বলেন, ‘পরিবারের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। আমরা পরিবারের অভিযোগ খতিয়ে দেখছি।’

ধানমন্ডি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মহিদ-উল-ইসলাম জাগো নিউজকে বলেন, ‘এ বিষয়ে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে। সর্বশেষ রাত দেড়টা পর্যন্ত জিডিটি এন্ট্রি করা হয়নি।’

এআর/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।