বিএফইউজে নির্বাচন ১৩ জুলাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১০ জুলাই ২০১৮

শ্রম আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। আগামী ১৩ জুলাই এ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়- ‘বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচন আয়োজনে শ্রম আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় নির্বাচন আয়োজনে আর কোনো বাধা নেই।

এই অবস্থায় আগামী ১৩ জুলাই ২০১৮ শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভোট গ্রহণ করা হবে।

Notice-bfuj

শ্রম অধিদফতরের নির্দেশনা অনুসারে বিএফইউজের অনুমোদিত ইউনিয়নের সর্বশেষ ভোটার তালিকা ব্যবহার করা হবে।’

উল্লেখ্য, গত ৬ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শ্রম আদালতের স্থগিতাদেশ থাকায় ওইদিন ভোটগ্রহণ হয়নি। আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করলো বিএফইউজে নির্বাচন পরিচালনা কমিটি।

এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।