বাজারে আসছে বাধন অধিকারীর নতুন সংকলন


প্রকাশিত: ১২:৪৫ এএম, ০৫ আগস্ট ২০১৫

সমসাময়িক লেখক বাধন অধিকারী ‘বাংলাদেশ পরিস্থিতি: নয়া উদারবাদী যুগে শাসনপ্রণালী ও কথকতা’ নামে নতুন আরো একটি সংকলন প্রকাশ করতে যাচ্ছেন। আগামী সোমবার (১০ আগস্ট) সংকলনটি প্রকাশিত হবে। প্রকাশনা সংস্থা কাঠপেন্সিল থেকে বইটি বাজারে ছাড়া হবে।

পরিবেশক কনকর্ড টাওয়ারের সংহতি। ৪০০ টাকা দামের বইটির প্রচ্ছদ করেছেন হেলাল সম্রাট। লেখকের প্রথম প্রকাশিত বইয়ের নাম ‘ক্ষমতা মিডিয়া আর মানুষ’। এটি প্রকাশ করেছিল শ্রাবণ প্রকাশনী।

১৯৮৪ সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন বাধন অধিকারী। চাকরিজীবী বাবা দুলাল চন্দ্র অধিকারী এবং শিক্ষক মা মঞ্জুলা রাণী অধিকারীর একমাত্র সন্তান তিনি। বিয়ে করেছেন পিংকি ভৌমিককে যিনি পেশায় শিক্ষক।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন বাধন অধিকারী। ২০০৭ সালে অগণতান্ত্রিক সেনা কর্পোরেট কর্তৃত্বের সরকারের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘কর্তৃত্ব বিরোধী শিক্ষার্থীবৃন্দ’ প্লাটফর্মে যে মুক্ত বিশ্ববিদ্যালয় আন্দোলন সংগঠিত হয় বাধন সেখানে ছিলেন নিবেদিতপ্রাণ সংগঠক এবং কর্মী।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।