বুলবুল ও জ. ই. মামুনকে পেয়ে উজ্জীবিত এটিএন বাংলা


প্রকাশিত: ১০:৩৩ এএম, ০৪ আগস্ট ২০১৫
ফাইল ছবি

পুরনো দুই সহকর্মী ফিরে আসায় উজ্জীবিত বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার সংবাদকর্মীরা। গত রোববার এটিএন বাংলায় যোগ দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল ও জ. ই. মামুন। তারা দুজনই এক সময় কাজ করেছেন এটিএন বাংলায়।

মনজুরুল আহসান বুলবুল নিজের পুরনো কর্মস্থলে ফিরেছেন প্রধান সম্পাদকের পদে। আর জ. ই. মামুন যোগ দিয়েছেন প্রধান নির্বাহী সম্পাদক হিসেবে।

এটিএন বাংলার বেশ কয়েকজন সংবাদকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, পুরনো ও জ্যেষ্ঠ দুই সহকর্মী কে ফিরে পেয়ে তারা অতীতের থেকে অনেক বেশি উজ্জীবিত। তারা আরো বেশি প্রাণবন্ত। এবং পেশাগত দায়িত্ব পালনে নতুন প্রাণ যেমন সঞ্চার হয়েছে। একই সঙ্গে আরো বেশি অনুপ্রেরণা নিয়ে তারা এখন দায়িত্ব পালন করতে পারবেন।

রিপোর্টিং বিভাগের একজন সদস্য জাগো নিউজকে মঙ্গলবার বলেন, মনজুরুল আহসান বুলবুল ও জ. ই. মামুন এটিএন বাংলা পরিবারের জন্য অভিভাবক। তারা আবার ফিরে এসেছেন। আমরা নতুন করে সৃষ্টিশীল সংবাদ ও অনুষ্ঠানের মাধ্যমে দর্শক জনপ্রিয়তায় আরো এগিয়ে যাবো।

তিনি আরো বলেন, বুলবুল ভাই (মনজুরুল আহসান বুলবুল) এবং জ. ই. মামুন ভাই দুইজনই পেশাদার সাংবাদিক। তাদের নেতৃত্বে এটিএন বাংলা নতুন মাত্রা পাবে।

জানা গেছে, ৮ মাস আগে এটিএন বাংলা ছেড়ে বেসরকারি যমুনা টেলিভিশনে যোগ দিয়েছিলেন জ. ই. মামুন। আর বেসরকারি বৈশাখী টেলিভিশনে প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী ছিলেন মনজুরুল আহসান বুলবুল। তিনিও এক সময় এটিএন বাংলায় কাজ করেছেন।

এসএ/এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।