কে ধরবেন বৈশাখী টিভির হাল!


প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৩ আগস্ট ২০১৫

বেসরকারি টেলিভিশন `বৈশাখী টিভি`-এর প্রধান সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল স্টেশনটি ছেড়ে চলে গেছেন। তারও আগে চলে গেছেন স্টেশনটির আরো কয়েকজন নির্ভরশীল সংবাদকর্মী। এমন পরিস্থিতিতে অভিভাবকহীন হয়ে পড়েছেন বৈশাখী টিভি। এ অবস্থায় কে ধরবেন বৈশাখী টিভির হাল। যেন হাল ধরার কেউ নেই।

জানা গেছে, গতকাল রোববার মনজুরুল আহসান বুলবুল তার দীর্ঘদিনের পুরনো কর্মস্থল এটিএন বাংলায় যোগ দিয়েছেন প্রধান সম্পাদক হিসেবে। বেশ কয়েক দিন ধরেই মিডিয়া পাড়ায় আলোচনা চলছিল, বুলবুল বৈশাখী টিভি ছাড়ছেন। জাগো নিউজ এ সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশ করেছিল।

এদিকে মনজুরুল আহসান বুলবুল বৈশাখী টিভি ছেড়ে দেয়ায় স্টেশনটি এখন অনেকটা অভিভাবকহীন হয়ে পড়লো। বহুজাতিক বিপনন কোম্পানি ডেসটিনির মালিকানার টেলিভিশনটি এমনিতে অনেকটা আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল বলে জানা গেছে। বুলবুল চলে যাওয়ায় কর্মীরা এখন আরো দুশ্চিন্তায় পড়ে গেছেন। তারাও অনেকে ভাগ্য পরিবর্তনে চাকরি খুজতে শুরু করেছেন।

জানতে চাইলে বৈশাখী টেলিভিশনের এক সংবাদ কর্মী জাগো নিউজকে বলেন, কিছুটা সংকটের মধ্য দিয়েই আমাদের বেশ কিছুদিন যাচ্ছিল। তার মধ্যে ছাতার মতোই ছিলেন বুলবুল ভাই। তিনিও চলে গেলেন। এখন এর পরিস্থিতি কি হবে বলতে পারছি না।

এসএ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।