সাংবাদিক নির্মল সেনের ৮৫তম জন্মদিন আজ
বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতির পুরোধাব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৮৫তম জন্মদিন আজ। তার প্রকৃত নাম নির্মল কুমার সেনগুপ্ত। ১৯৩০ সালের আজকের এই দিনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দীঘিরপাড় গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেননির্মল কুমার সেনগুপ্ত।
তার জন্মদিন উপলক্ষে ‘সাংবাদিক নির্মল সেন স্মৃতি সংসদ’ কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করেছে।
নির্মল সেনের বাবা সুরেন্দ্রনাথ সেনগুপ্ত কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের গণিত শিক্ষক ছিলেন। এর আগে সুরেন্দ্রনাথ সেনগুপ্ত ঢাকার ইস্টবেঙ্গল ইনস্টিটিউটে শিক্ষকতা করতেন।
দেশ বিভক্তির পর নির্মল সেনের বাবা সুরেন্দ্রনাথ সেনগুপ্ত মা অন্য ভাই-বোনদের সঙ্গে নিয়ে কলকাতা চলে যান। জন্মভূমির প্রতি অকুণ্ঠ ভালবাসার কারণে তিনি এ দেশে থেকে যান। নির্মল সেন বড় হযেছেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় পিসির বাড়িতে।
কলসকাঠি বিএম একাডেমি থেকে ১৯৪৪ সালে মাত্র ১৪ বছর বয়সে ম্যাট্রিক পাস করেন। তিনি বরিশাল বিএম কলেজ থেকে আইএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও মাস্টার্স পাস করেন।
১৯৫৮ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকার মধ্য দিয়ে নির্মল সেন তার সাংবাদিক জীবন শুরু করেন। তারপর দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা পত্রিকায় সাংবাদিকতা করেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। এ ছাড়াও প্রায় ১০ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অতিথি শিক্ষক ছিলেন।
দীর্ঘদিন তিনি শ্রমিক কৃষক সমাজবাদী দলের সাধারণ সম্পাদক ছিলেন। রাজনীতি করতে গিয়ে নির্মল সেনকে জীবনের অনেকটা সময় জেলে কাটাতে হয়েছে।
নির্মল সেন ২০০৩ সালের ১০ অক্টোবর ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হন। এর পর দেশ-বিদেশে অনেক চিকিৎসার পর ২০১৩ সালে ৮ জানুয়ারি পরলোকগমন করেন। নির্মল সেনের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হয়েছে।
এসকেডি/পিআর