খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫০ পিএম, ০৪ জুন ২০১৮

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম (কেডিজেএফ) ঢাকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের অংশগ্রহণে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা বলেন, শিক্ষার দিক থেকে খুলনা বিভাগের মানুষ কিছুটা পিছিয়ে আছে। কিন্তু অবিভক্ত বাংলার অর্থনৈতিক উন্নয়নে খুলনার গুরুত্বপূর্ণ অবদান ছিল। ১৯৪৭ সালে বড় শিল্পের যে উন্নয়নে হয়েছিল তার কেন্দ্র ছিল খুলনা।

বিশেষ অতিথির বক্তব্যে নৌ পুলিশের ডিআইজি শেখ মারুফ হাসান বলেন, খুলনা বিভাগের মানুষ তুলনামূলক কম সংগঠিত। আমাদের সংগঠিত হবে। আমরা এখানে বিভিন্ন পেশায় আছি। তবে আমাদের পরিচয় হবে আমরা খুলনার মানুষ।

এর আগে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকা’র সভাপতি মধুসুদন মণ্ডলের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে চ্যালেন ২৪ এর রাহুল রাহাকে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের নতুন সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার মুরসালিন নোমানীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এমএএস/ওআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।