গুইমারা রিজিয়ন ‘সেরা সাংবাদিক’ সম্মাননা পেলেন পাঁচ সাংবাদিক


প্রকাশিত: ০৪:৫১ পিএম, ০১ আগস্ট ২০১৫

গুইমারা রিজিয়ন ‘সেরা সাংবাদিক’ সম্মাননা পেলেন খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন চার উপজেলার পাঁচ সাংবাদিক। ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন প্রথমবারের মতো রিজিয়নের আওতাধীন চার উপজেলায় (মাটিরাঙা, মানিকছড়ি, রামগড় ও লক্ষীছড়ি) কর্মরত সাংবাদিকদের মধ্যে এ সম্মাননা প্রদান করে।

শনিবার বিকেলে গুইমারা রিজিয়ন সদর দফতরের চিত্তবিনোদন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত সেরা পাঁচ সাংবাদিকের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।

গুইমারা রিজিয়ন ‘সেরা সাংবাদিক’ সম্মাননা প্রাপ্তরা হলেন দৈনিক ইনকিলাবের মাটিরাঙা উপজেলা সংবাদদাতা মুজিবুর রহমান ভুইয়া, পার্বত্যনিউজের স্টাফ রিপোর্টার ও নয়াদিগন্তের লক্ষীছড়ি উপজেলা প্রতিনিধি মো মোবারক হোসেন, দৈনিক ভোরের কাগজের মাটিরাঙা উপজেলা সংবাদদাতা অন্তর মাহমুদ, পার্বত্যনিউজের মানিকছড়ি উপজেলা প্রতিনিধি মো ইমরান হোসেন ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশের মিল্টন চাকমা। মাটিরাঙা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলমকে সাংবাদিকদের সফল সংগঠক হিসেবে ‘বিশেষ’ সম্মাননা প্রদান করা হয়।

গুইমারা রিজিয়ন ‘সেরা সাংবাদিক’ সম্মাননা প্রাপ্তদের সামাজিক দায়বদ্ধতা বেড়ে গেছে উল্লেখ করে নঈম নিজাম বলেন, গুইমারা রিজিয়ন সাংবাদিকদের সম্মাননা দিয়ে তাদের কাজের প্রতি যে সম্মান দেখিয়েছে, তা রক্ষা করা সাংবাদিকদের দায়িত্ব।

তিনি সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকদের পেশাগত কাজে আরো অধিকতর মনোযোগী ও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়ে বলেন, নতুনদের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তিনি সাংবাদিকদের প্রশিক্ষণসহ সম্মাননা প্রদানের জন্য গুইমারা রিজিয়ন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, গুইমারা রিজিয়ন ‘সেরা সাংবাদিক’ সম্মাননা এ অঞ্চলের সাংবাদিকদের কাছে ইতিহাস হয়ে থাকবে।

এ সময় ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো তোফায়েল আহমেদ পিএসসি, লক্ষ্মছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল আব্দুল বাতেন খান পিএসসি, সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল রাব্বী আহসান, মাটিরাঙা জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রিয়াজুল কবীর পিএসসি ও গুইমারা রিজিয়নের বিএম মেজর নাজমুস সাকিবসহ পদস্থ সেনা অফিসারগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গুইমারা রিজিয়নের আওতাধীন চার উপজেলায় (মাটিরাঙা, মানিকছড়ি, রামগড় ও লক্ষীছড়ি) কর্মরত সাংবাদিকদের গত ছয় মাসের (জানুয়ারি-জুন) সেরা রিপোর্টের ভিত্তিতে তিন সদস্যের জুরি বোর্ড সেরা লেখার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘সেরা সাংবাদিক’ হিসেবে চূড়ান্ত বাছাই করেন।

মুজিবুর রহমান ভুইয়া/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।