ক্র্যাবে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে ক্র্যাব সদস্য ও তাদের স্বজনদের জন্য শুক্রবার হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আবাবীল জাতীয় শিশু-কিশোর যুব সংগঠনের ৩০ বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডেভেলপমেন্ট সোসাইটি ফর রুরাল পিপল ও আলোর প্রত্যাশা’ এই হেলথ ক্যাম্পের আয়োজন করে।

সকাল ৮টায় শুরু হওয়া এই ক্যাম্পের উদ্বোধন করেন ক্র্যাব সভাপতি আবু সালেহ আকন ও ডেভেলপমেন্ট সোসাইটি ফর রুরাল পিপল ও আলোর প্রত্যাশার সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল ইসলাম। এ সময় ক্র্যাবের সহ-সভাপতি মাসুম মিজান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান, দফতর সম্পাদক রুদ্র রাসেল, কার্যনির্বাহী সদস্য খন্দকার হানিফ রাজা, বেসরকারি সংগঠন ‘আস্থার সমাজ উন্নয়ন’ এর সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সদস্য মো. মাসুম, শহীদুজ্জামান মিলন, মো. আবুল, জাহিদ হোসেন রুপন প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেল সাড়ে ৩টায় শেষ হওয়া এই হেলথ ক্যাম্পে শতাধিক ক্র্যাব সদস্য ও তাদের স্বজন চিকিৎসাসেবা গ্রহণ করেন।

এফএইচএস/ওআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।