ডিআরইউ সদস্যদের সন্তানদের কারাতে প্রশিক্ষণ শুরু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে প্রথমবারের মতো সদস্যদের সন্তানদের জন্য বিশেষ কারাতে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে এ প্রশিক্ষণ শনিবার শুরু হয়েছে। ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রতি শুক্রবার ও শনিবার কারাতে প্রশিক্ষকরা ডিআরইউ সদস্যদের সন্তানদের আত্মরক্ষার কৌশল (কারাতে) শেখাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিআরইউ সাধারণ সম্পাদক সুকুর আলী শুভ, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মো. সোলায়মান বিশ্বাস, সাধারণ সম্পাদক আলী আহসান বাদল, ডিআরইউ এর ক্রীড়া সম্পাদক আরাফাত দাঁড়িয়া প্রমুখ।

বিশেষ এই কারাতে প্রশিক্ষণে ডিআরইউ সদস্যদের ৪৩ জন শিশু সন্তান অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করেছে। আত্মরক্ষার কৌশল কারাতে প্রশিক্ষণে অংশগ্রহণের ব্যাপারে শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য রাখা যায়। উদ্বোধন পর্ব চলাকালে শিশুদের মঞ্চের সামনের কাতারে কারাতের সাদা রংয়ের পোশাক পরে প্রশিক্ষণ গ্রহণের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে দেখা যায়।

কারাতে প্রশিক্ষক মোজাম্মেল হক মিলনের নির্দেশনায় প্রশিক্ষিত কয়েকজন কারাতেবিদ যখন কারাতের ডিসপ্লে দেখাচ্ছিলেন তখন প্রতিটি শিশু মুগ্ধ হয়ে দেখতে থাকে। উদ্বোধন পর্ব শেষে কিছু সময়ের জন্য প্রশিক্ষক যখন উচ্চ শব্দে পাঞ্চ শেখাচ্ছিলেন তখন শিশুরা খুব আগ্রহ নিয়ে তাকে অনুসরণ করতে থাকে। প্রশিক্ষক মিলন বলেন, নিয়মিত মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তোমরা আত্মরক্ষার কৌশল শিখতে পারবে।

এমইউ/ওআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।