জীবননগরে সাংবাদিক সায়েম হত্যাকাণ্ডে বিক্ষোভ মিছিল


প্রকাশিত: ১১:১৭ এএম, ১২ জুলাই ২০১৫

দৈনিক সমকালের জীবননগর উপজেলা প্রতিনিধি আবু সায়েম হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যা রহস্য উদঘাটনসহ বিচারের দাবিতে রোববার দুপুরে জীবননগর প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা ক্যাম্পাসে এসে শেষ হয়। এসময় হত্যার মোটিভ উদঘাটনসহ ঘাতকের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হাফিজের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় দ্রুত হত্যার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু, দৈনিক নতুন খবর পত্রিকার সম্পাদক আসাদুজ্জামান আসাদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য এম এ মামুন, রাজন রাশেদ, সাংবাদিক আতিয়ার রহমান, শামসুল আলম, সালাউদ্দীন কাজল, মুন্সী রায়হান উদ্দিন, এসএম আবুল কালাম আজাদ ও আকিমুল ইসলাম।

উল্লেখ্য, গত ৭ জুলাই রাতে লাল সালু পরে সাধু সেজে ঘাতক রাজিব সরকার সাংবাদিক আবু সায়েমের শয়নকক্ষে প্রবেশ করে তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আবু সায়েমের অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর সদর হাতপাতাল নেওয়া হয়। পরের দিন ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনার পর দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে ঘাতক রাজিব সরকারকে জনগণের সহযোগিতায় জীবননগর থানা পুলিশ গ্রেফতার করে।

সালাউদ্দীন কাজল/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।