রাজশাহীতে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় তদন্ত কমিটি


প্রকাশিত: ১১:১৫ এএম, ১২ জুলাই ২০১৫

রাজশাহীতে সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রোববার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল আলম ফটিক। কমিটির আহ্বায়ক করা হয় সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলমকে।

কমিটির অন্য সদস্যরা হলেন, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল আলম ফটিক, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি মমিন বাবুু, সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার, বিএফইউজের কেন্দ্রীয় সদস্য কাজী গিয়াস, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, সিনিয়র ফটোগ্রাফার আজহার উদ্দিন ও জাবিদ অপুু, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শম সাজু, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান, এসএ টিভির ব্যুরো ইনচার্জ জিয়াউল গণি সেলিম।

সভায় বক্তারা বলেন, চার ফটোগ্রাফার যা করেছে তা মোটেও কাম্য নয়। তাদের উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য সন্ধ্যায় ইফতার পর কমিটির সদস্যকে নিয়ে বসে শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কথা জানান তারা।

এর আগে গত শনিবার এয়ারপোর্টে দেশ টিভির বিভাগীয় প্রতিনিধি এসএম আতিক, তার স্ত্রী রাজশাহী জার্নাল ডটকমের নারী সাংবাদিক তামান্না ইয়াসমিন এবং আমাদের সময়ের নিজস্ব প্রতিনিধি আমজাদ হোসেন শিমূলকে মানসিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করে ফটোগ্রাফার দুখু, সামাদ, কবীর তুহিন ও আসাদ।

শাহরিয়ার অনতু/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।