তুরস্কে সাংবাদিকের ১০ মাসের জেল


প্রকাশিত: ০৮:৪৫ এএম, ০১ জুলাই ২০১৫

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ানকে টুইটারে কটাক্ষ করার অভিযোগে  মেহমেত বারানসু নামের এক সাংবাদিককে ১০ মাসের জেল দিয়েছে দেশটির দ্বিতীয় অপরাধ আদালত। মঙ্গলবার এ দণ্ডাদেশ দেওয়া হয় বলে জানিয়েছে হারিয়েত পত্রিকা।

একই আদালতে ২০১১ সালে এফ-১৬ যুদ্ধবিমানের বোমা বর্ষণে উলুদেরে গ্রামে ৩৪ কুর্দি নিহতের ঘটনার গোপন দলিল ফাঁসের ঘটনায় বারানসুকে অভিযুক্ত করার আবেদন জানান প্রসিকিউটর। কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে। তবে বারানসুর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

২০১০ সালে তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার ঘটনায় প্রসিকিউটরের কাছে জমা দেওয়া নথিপত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে গত ১ মার্চ বারানসুকে আটক করে পুলিশ। পরদিন ২ মার্চ তাকে গ্রেফতার দেখানো হয়। তুরস্কে বারানসুর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলছে।

এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।